মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের শিবপুরে গঙ্গার ভাঙনে নদী গর্ভে তলিয়ে গেল প্রাচীন লক্ষ্মী মন্দির। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সরকারের কাছে সাহায্যের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, গঙ্গার ভাঙন জেলার একটি বড় সমস্যা । এর আগেও শিবপুর গ্রামের বহু বাড়ি তলিয়ে গিয়েছে, ভেসে গেছে বাড়ির আসবাবপত্রও।
এই পরিস্থিতিতে বুধবার গঙ্গা গর্ভে তলিয়ে গেল শিবপুরের প্রাচীন এক লক্ষ্মী মন্দির। নিয়মিত এলাকার বাসিন্দারা ওই মন্দিরে পুজো-অর্চনা করতেন। এদিন সকাল থেকেই নদীর স্রোত দেখে, স্থানীয়রা আশঙ্কা করছিলেন যে নদীগর্ভে তলিয়ে যেতে পারে মন্দিরটি ও। বেলা বাড়তেই সেই আশঙ্কা সত্যি হল। গঙ্গা গর্ভে তলিয়ে গেল মন্দির। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই ঘটনায় আতঙ্কে ঘরবাড়ি ছাড়ার হিড়িক পড়েছে। বাড়ি ঘর হারিয়ে মাঠে ত্রিপল খাটিয়ে কোন রকমে দিনযাপন করেছেন মানুষ। গতবছরও ঘটেছে একই ঘটনা। সেই ক্ষত কমার আগেই ভাঙনে জলের নীচে তলিয়ে গেছে বহু বাড়ি। যার ফলে এলাকার স্কুলে দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা।