কাশ্মীর আবার পুরনো অবস্থায় ধীরে ধীরে ফিরে আসছে। হিন্দু পড়ুয়ারা স্কুল যাচ্ছে তিলক কেটে। এদিকে এই বিষয়টিকে কেন্দ্র করেই এক ছাত্রীকে বেধড়ক মারধোরের অভিযোগ উঠল, এক শিক্ষকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায়।
সূত্রের খবর, অভিযুক্ত শিক্ষকের নাম নাসির আহমেদ। অভিযোগ উঠেছে, ওই শিক্ষক ওই ছাত্রীকে মারধোর করেছে কপালে তিলক কেটে স্কুলে যাবার কারণে। ওই ছাত্রীর অভিভাবক অভিযোগ করে জানিয়েছে, তাদের মেয়ে বাড়িতে ফিরে আসে কাঁদতে কাঁদতে। সে জানায়, তাকে তার এক শিক্ষক বেধড়ক মারধোর করেছে। কারণ, সে কপালে তিলক কেটে গিয়েছিল। এরপরই গোটা বিষয়টি তারা স্কুল কর্তৃপক্ষকে জানায়। পাশাপাশি, তারা অভিযোগ দায়ের করে পুলিশের কাছে।
জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে নাসির আহমেদ নামে ওই শিক্ষককে সাসপেন্ড করেছেন রাজৌরি জেলার ডেপুটি কমিশনার। পুলিশ জানিয়েছে, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মারধোর সহ কটূক্তির অভিযোগে রয়েছে। ইতিমধ্যেই, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
2022-04-07