‘ইডি-কে ধন্যবাদ, বিরোধীদের এক জায়গায় এনে দিয়েছে’, খোঁচা মোদীর

সংসদের বাজেট অধিবেশনে উপস্থিত থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ভাষণে একদিকে তিনি দেশজুড়ে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সক্রিয়তার কথা তুললেন এবং অপরদিকে দুর্নীতির প্রসঙ্গ তুলে ইউপিএ সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।

সারা দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এইবার সেই প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে বলেন, “বিভিন্ন বিরোধীগুলির উচিত ইডি-কে ধন্যবাদ জানানো৷ কারণ তাঁরা এই বিরোধী গোষ্ঠীকে এক ছাতার তলায় নিয়ে এসেছে”।

একইসঙ্গে পূর্ববর্তী ইউপিএ সরকারকেও তোপ দাগেন তিনি। তাঁর কথায়, “২০০৪ সাল থেকে ২০১৪ সালের মধ্যে ভারতের ইতিহাসে সর্বোচ্চ দুর্নীতি দেখে ভারত৷ সেই সময়ে ভারতে সবচেয়ে বেশি মাথা তুলে দাঁড়িয়েছিল জঙ্গিগোষ্ঠীগুলি৷ সেই দশ বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নিজের অবস্থান নষ্ট করেছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.