বালাকোটে কমপক্ষে ২৭জন জঙ্গীর প্রশিক্ষণ প্রায় শেষ | তাদের প্রশিক্ষণ দিচ্ছে তালিবানি জঙ্গী প্রশিক্ষক | প্রশিক্ষণের শেষে সামনের সপ্তাহগুলিতে ভারতে লাগাতার হমলার জন্য প্রস্তুত হচ্ছে এই জঙ্গীরা | ঠিক যেমন খবর মিলেছিল ২০১৯সালের মার্চ মাসে | আর তারপরেই ভারতের বায়ুসেনার জওয়ানেরা বালাকোটের জঈশের জঙ্গী প্রশিক্ষণ ক্যাম্পগুলিকে গুঁড়িয়ে দেয় | তেমনই চাঞ্চল্যকর সতর্কবার্তা ভারতীয় গোয়েন্দাদের | বালাকোটের হামলার পর অবশ্য সেই বছরের অক্টোবর মাসেই আবার সেই ক্যাম্প গুলিতে প্রশিক্ষণ দেওয়া শুরু করা হয় |
ভারতের অনুপ্রবেশ ঘটিয়ে হামলার উদ্দেশ্যই ২৭জন বাছাই জঙ্গীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই সব ক্যাম্পগুলিতে |যেগুলির মধ্যে একটি অডিটোরিযামে আঘাত হেনে কমপক্ষে ২০০জঙ্গীকে নিকেশের দাবি সেবারে করছিল ভারত | বালাকোটের হামলার পর পাকিস্তান প্রথমে ওই জঙ্গী ক্যাম্পের অস্তিত্বই অস্বীকার করে |
ভারত স্যাটেলাইটের প্রাপ্ত ছবির প্রমাণ দেওয়ার পরেও পাকিস্তান দাবি করে আদতে কোন জঙ্গী ঘাঁটি বা জঙ্গী মৃত্যুর কোন ঘটনাই ঘটেনি | তবে আশ্চর্যজনকভাবে ওই আক্রমণের পর বেশ কিছুদিন ধরে ওই স্থানে যাওয়ার কোন অনুমতি মেলেনি বিদেশি কোন সংবাদমাধ্যমের| সেই থেকেই কার্যত পাকিস্তানের মিথ্যা সামনে আসে বলে সেই সময় অনেক বিদেশি সংবাদ মাধ্যমও দাবি করে |
এবারের সতর্কতা জারি করে বলা হয়েছে কাশ্মীর ইস্যুকে সামনে রেখে পাকিস্তানের মাটিতে থাকা জঈশ-এ-মহম্মদের জঙ্গী সংগঠন ভারতে একাধিক শহরে বিস্ফোরণ ঘটাতে চাইছে | সামনের কিছুদিন তাই স্পর্শ কাতর নানা স্থানে নিরাপত্তা জোরদার করার সুপারিশ করা হয়েছে | গোয়েন্দা বার্তা পাওয়ার পরেই তিনবাহিনীর যৌথ সংস্থার উচ্চ কর্তারা শীঘ্রই আলোচনায় বসে পরবর্তী স্ট্র্যাচেজি ঠিক করবে বলে জানা গিয়েছে | চলতি মাসে পরপর তিনবার হামলার ইতিমধ্যেই স্বীকার হয়েছেন নিরাপত্তারক্ষীরা | যার মধ্যে এক নিরাপত্তারক্ষী জঙ্গীর সঙ্গে লড়াইয়ে শহীদ হন |