তালিবানের জয়ে ইন্ধন পাচ্ছে ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাস, পাকিস্তানি তালিবানের সর্দার বললো আফগানিস্তানে আল্লার ইচ্ছেতেই চলছে শিরোচ্ছেদ , এদিকে ইসলামিক স্টেট আবার হামলা চালালো ইরাকে, মৃত কমপক্ষে ১৩, আহত ৪৫

আফগানিস্তানে তালিবানের জয় ইসলামের জয় , ইসলামিক ঐক্যের জয়।
আজ একথা জানালো তেহরিকে তালিবান পাকিস্তানের সর্দার নাজিবুল্লাহ লালজয়।

এদিকে পাক তালিবানের আরেক সর্দার নূরওয়ালী মেহসুদ (Noorwali Mehsud) জানিয়েছে যে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে মুসলিমদের আরো ঐক্যবদ্ধ হতে হবে আর আফগানিস্তানে তালিবানদের জয় ইসলামী ঐক্যের শক্তিরই বহিঃপ্রকাশ।

তার মতে পাক তালিবানদের সাথে আফগান তালিবানদের সম্পর্কের মূল সূত্রই হচ্ছে ইসলামিক ভাতৃত্ববোধ ও শ্রদ্ধার।

তার মতে ইসলামের বিরুদ্ধাচরণ করলে মরতেই হবে এবং এটা আর কারোর নয় স্বয়ং আল্লার নির্দেশ , তাই তার মতে আফগানিস্তানে যে নিরীহ মুসলিমদের শিরোচ্ছেদ করা হচ্ছে, তারা আল্লার ইচ্ছাতেই মারা যাচ্ছেন ইসলাম অবমাননার দায়ে।

এদিকে ইসলামিক স্টেট (Islamic State) আবারো হামলা চালালো ইরাকে।

গতকাল রাতে বাগদাদে (Bagdad)একটি শববাহি মিছিলে হামলা চালায় ইসলামিক স্টেটের জঙ্গিরা। মারা গেছে কমপক্ষে ১৩ জন ও আহত হয়েছে অন্তত ৪৫ জন।

সূত্রের খবর , এই আক্রমণ করেছে দায়েশ গ্রূপ (Daesh Group) , যারা ইসলামিক স্টেট এর হয়ে কাজ করে , মূলত উত্তর ইরাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.