দেশের অবস্থা টলোমলো। যে কোনও মুহূর্তে ইস্তফা দিতে পারেন প্রধানমন্ত্রী ইমরান খান। এই আবহে এবার আত্মঘাতী বিস্ফোরণ হল পাকিস্তানের সেনা ক্যাম্পে। ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলাকারী ৩ জঙ্গিকেও নিকেশ করা হয়েছে। তবে সেনা সদস্যদের হতাহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বুধবার সকালেই লাগাতার বিস্ফোরণে কেঁপে ওঠে পেশোয়ার। সেখানে অবস্থিত পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্পে আত্মঘাতী হামলা চালানো হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী বিবৃতি পেশ করে জানিয়েছেন, পাকিস্তান সুরক্ষিতই রয়েছে। এই হামলার পিছনে টিটিপিকে দায়ী করা হচ্ছে। পাক সংবাদমাধ্যমের মতে, নুশকি ও পাঞ্জগুরে সম্প্রতি হওয়া জঙ্গি হামলার নকশাই এখানে অনুসরণ করেছে জঙ্গিরা।
টিটিপি জঙ্গিরা আফগানিস্তানে লুকিয়ে থাকে। এবং প্রায়ই পাকিস্তানি সেনাবাহিনীর ওপর মারাত্মক হামলা চালায়। বহুবার এই জঙ্গিদের বিষয়ে তালিবানের কাছে প্রসঙ্গ উত্থাপন করেছে পাক প্রশাসন। কিন্তু তালিবান বরাবরই জানিয়েছে, এটা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। এর সমাধান পাকিস্তানকেই করতে হবে।
মনে করা হচ্ছে তেহরিক-ই-তালিবান জঙ্গি গোষ্ঠীই এই হামলার পিছনে রয়েছে। তবে সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত এখনও হওয়া যায়নি। জানা গিয়েছে, জঙ্গিদের সঙ্গে ছিল অত্যাধুনিক মার্কিন অস্ত্র। ঘটনাস্থল থেকে ৩ জন জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। আপাতত ওই এলাকার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।