মাওবাদী হামলায় ছত্তিশগড়ে মৃত্যু হল কমপক্ষে ৩ জনের। সোমবার গভীর রাতে ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় টুমাপাল গ্রামের কাছে বিস্ফোরণটি হয়। পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য রাস্তার ধারেই রাখা ছিল একটি ট্যাঙ্কা। মাওবাদীরা সেই ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে তিন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে খবর।
এদিন সকালে জওয়ানরা এলাকায় গেলে, মাওবাদীরা টহলদারী ভ্যানের ওপর হামলা চালায় বলে জানা গিয়েছে। গুলি যুদ্ধ চলতে থাকে বেশ কিছুক্ষণ।
এদিকে এই লড়াইয়ের খবর পেয়েই কাঙ্কেরের পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে যান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভানুপ্রতাপপুর এবং নারায়ণপুরের সংযোগকারী রাস্তাটি বন্ধ করে তল্লাশি অভিযান চলে। গত মাসেই নারায়ণপুরের কাছে মাওবাদী অভিযানে নেমেছিল যৌথবাহিনী। দিন কয়েক আগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে তিন মাওবাদীর মৃত্যু হয়েছিল।