মে মাস থেকে শুরু, ভারত ও চিনের মধ্যে উত্তেজনা চলছেই। একাধিক বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। এরইমধ্যে সোমবার রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল প্যাংগং লেক সংলগ্ন এলাকা। সোমবার রাতে এলএসি-তে গুলি চালানোর ঘটনা ঘটে, যেখানে উভয় পক্ষ থেকে গুলি চালানো হয়। এমন পরিস্থিতিতে যেখানে উভয় দেশই আলোচনার মাধ্যমে বিবাদ সমাধানের কথা বলছে, তখন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে। চিনের তরফে ভারতের বিরুদ্ধে এই হামলার দায়ভার চাপানো হচ্ছে। যদিও এই নিয়ে ভারত মুখ খোলে নি।ভারতীয় সেনার বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গিয়ে গুলি চালানোর অভিযোগ তুলেছে চিন৷ চিনা সেনাবাহিনীর অভিযোগ, সোমবার প্যাংগং লেকের দক্ষিণ পাড়ে চিনা ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে ভারতীয় বাহিনী৷ চিনা বাহিনীকে হঁশিয়ারি দিতে ভারতীয় জওয়ানরা গুলি চালায় বলে অভিযোগ লাল ফৌজের৷ চিনা সেনার এক মুখপাত্রই এই দাবি করেছেন৷ যদিও ভারতীয় সেনার তরফে এখনও কোনও জবাব পাওয়া যায়নি৷
চিনা সেনার মুখপাত্রের অভিযোগ, প্যাংগং লেকের দক্ষিণ পাড়ে এবং শেনপাও পার্বত্য এলাকায় বেআইনি ভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে তাঁদের ভূখণ্ডে অনুপ্রবেশ করেন ভারতীয় জওয়ানরা৷ প্রসঙ্গত,কয়েকদিন ধরেই ওই অঞ্চলে চিনের বিরুদ্ধে প্ররোচনামূলক পদক্ষেপের অভিযোগ আনছিল ভারত৷চিনা সেনার অভিযোগ, ‘ঘটনার সময় চিনের সীমান্তরক্ষা বাহিনীর নজরদারি দলকে ভয় দেখাতে গুলি চালিয়েছেন ভারতীয় জওয়ানরা৷ পরিস্থিতি সামাল দিতে চিনা সীমান্তরক্ষা বাহিনীও পাল্টা পদক্ষেপ করে৷’ যদিও ঠিক কী পদক্ষেপ চিনা সেনার তরফে নেওয়া হয়েছে, বিবৃতিতে তা স্পষ্ট করে বলা হয়নি৷ ভারতীয় সেনার বিরুদ্ধে এখন এই অভিযোগ তুললেও গত সপ্তাহে দু’বার প্যাংগং লেকের দক্ষিণে চিনা সেনার বিরুদ্ধেই অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ উঠেছিল৷ ভারতীয় সেনার অভিযোগ ছিল, একতরফা ভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখার স্থিতাবস্থা বদলে দিতে চেয়েছিল লাল ফৌজ৷ যদিও দু’বারই তা রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী৷
2020-09-08