ফের চিনের উপর কোপ ভারতের। চিনা সংস্থাকে দেওয়া ভারতীয় রেলের ট্রেন তৈরির টেন্ডার বাতিল করে দিল কেন্দ্র।
লাদাখে ভারত-চীন সংঘাত শুরু হওয়ার পর থেকেই চিনের উপর অর্থনৈতিক দিক থেকে একের পর এক কোপ বসাতে শুরু করেছে ভারত। এবার বন্দে ভারত ট্রেনের জন্য দেওয়া টেন্ডার বাতিল করে দেওয়া হল।
শুক্রবার রাতেই এই নোটিফিকেশন জারি করেছে রেল মন্ত্রক। ওই সংস্থাকে ৪৪ টি সেমি হাই স্পিড ট্রেন তৈরি টেন্ডার দেওয়া হয়েছিল। এবার নতুন করে সেই টেন্ডার কোন সংস্থাকে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ায় বা ভারতীয় সংস্থার ক্ষেত্রে জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
রেল মন্ত্রকের তরফ থেকেই টুইট করে জানানো হয়েছে বন্দে ভারতের জন্য ৪৪ টি ট্রেন তৈরি করার যে টেন্ডার দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই নতুন টেন্ডার দেওয়া হবে বলে জানা গিয়েছে।
চিনের Yongji Electric Company Ltd ও গুরগাঁওয়ের Pioneer Fil-Med Pvt Ltd -এর জয়েন্ট ভেনচারে ওই ট্রেনগুলি বানানোর কথা ছিল। গত ১০ জুলাই টেন্ডার ডাকা হয়। অন্য পাঁচটি সংস্থা, যারা বিড করেছিল তারা হল Bharat Heavy Electricals Ltd, Bharat Industries, Sangrur, Electrowaves Electronics Pvt Ltd, Medha Servo Drives Pvt Ltd, and Powernetics Equipment India Pvt Ltd.
এর আগে কোপ পড়েছে আইপিএলের ক্ষেত্রেও। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো’কে চুক্তি অনুযায়ী টাইটেল স্পনসর হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ কিন্তু সোশাল মিডিয়ার বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠায় নিজেরাই চলতি বছর আইপিএলের স্পনসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ভিভো৷ ফলে ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা ২০২০ আইপিএলে নতুন স্পনসর দেখা যাবে৷ আগামী তিন দিনের মধ্যেই নতুন স্পনসরের জন্য টেন্ডার ডাকতে চলেছে বিসিসিআই৷
২০১৭ সালের চিনা মোবাইল সংস্থা ভিভো’র সঙ্গে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে পাঁচ বছরের চুক্তি হয়৷ চুক্তি অনুযায়ী প্রতি বছর বিসিসিআই-কে ভিভো দেয় ৪৪০ কোটি টাকা৷ পাঁচ বছরের চুক্তি বোর্ডকে মোট ২,১৯৯ কোটি টাকা দেবে চিনা এই মোবাইল সংস্থা৷ কিন্তু পাঁচ বছরের মধ্যে মাত্র দু’বছর আইপিএল-কে স্পনসর করেছে ভিভো৷ বাকি রয়েছে আরও তিন বছরে৷ তবে চলতি বছরে সরে দাঁড়াল আগামী বছর থেকে বাকি তিন বছর অর্থাৎ ২০২১, ২০২২ এবং ২০২৩ পর্যন্ত ভিভো আইপিএলে টাইটেল স্পনসর থাকবে বলে জানা গিয়েছে৷