নাইজেরিয়ার সন্ত্রাসবাদী সংগঠন ‘হারামে’র একটি অংশ ইসলামিক স্টেটের ব্যানারে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে পশ্চিম আফ্রিকার রাজ্যগুলোতে।
সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট গ্রূপ (আইএস) সম্প্রতি একটি ভিডিও সামনে এনেছে। যেখানে তারা ১১ জন খ্রিস্টান নাইজেরিয়াকে হত্যা করেছে বলে দাবি করছে। এছাড়া ওই ভিডিওতে কিছু মানুষের মুণ্ডুছেদ অবস্থায় দেখা যাচ্ছে।
ইসলামিক স্টেটের সংবাদ সংস্থা ‘আমাক’ ৫৬ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ করেছে।
তবে যাঁদের হত্যা করা হয়েছে তাঁদের পরিচয় জানা না গেলেও, তাঁরা সবাই পুরুষ ছিল বলে জানা গিয়েছে। ইসলামিক স্টেট জানিয়েছে, ওই ব্যক্তিদের নাইজেরিয়ার উত্তর-পূর্বের বোর্নো রাজ্য থেকে অপহরণ করা হয়েছিল। এছাড়া তারা আরও জানিয়েছেন, তাদের দলের সিরিয়ার সংগঠনের নেতাকে হত্যা করার প্রতিশোধ নিতেই অক্টোবরে এই কাজ করা হয়েছে।
ইসলামিক স্টেটের ওই ভিডিওটি ২৬ ডিসেম্বর সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, বড়দিনে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতেই ইচ্ছাকৃত ভাবে তারা এমন করছে। ভিডিওটি অজানা স্থানে খোলা জায়গায় শ্যুট করা হয়েছে। মাঝখানে একজনকে রেখে গুলি করে এবং বাকি ১০ জনের গলা কেটে খুন করা হয়েছে।