রেলে জমির বিনিময়ে চাকরি দেওয়ার মামলায় শুক্রবার দিল্লি ও আশপাশের ২৪টি জায়গায় অভিযান চালায় ইডি। সেই তালিকায় পুত্র তেজস্বীর দিল্লির বাড়ি ছাড়াও লালুপ্রসাদ যাদবের তিন মেয়ে রাগিনী, চন্দা এবং হেমা যাদবের বাড়িতে হানা দেয় ইডি।
বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও তাঁর তাঁর তিন বোনের বাড়ি থেকে নগদ টাকা, সোনা এবং মার্কিন ডলার মিলিয়ে বিপুল অর্থ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই সংস্থা সূত্রে খবর, চারজনের বাড়ি থেকে ৭০ লক্ষ টাকা নগদ, দেড় কেজি সোনার গয়না, ৫৪০ গ্রামের সোনার ঝালর এবং ৯০০ মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে।
রেলে চাকরি দেওয়ার বিনিময়ে প্রার্থীদের কাছ থেকে কম দামে জমি কিনে নেওয়ার চক্রে লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ ছাড়া পরিবারের সকলের নামই জড়িয়েছে। বিবাহিত মেয়েরাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত। পশুখাদ্য কেলেঙ্কারির পর ফের বড় এক দুর্নীতিতে বিহারের রাজনীতির যাদব পরিবারের নাম জড়িয়েছে। এখনও পর্যন্ত টাকার অঙ্কে দুর্নীতির বহর সম্পর্কে নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। বিহারের রাজনৈতিক মহল মনে করছে লালুপ্রসাদের পরিবারের এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ধাক্কা বিহারের জোট সরকারের উপরও পড়তে পারে। এখনও পর্যন্ত নীতীশ কুমারের পার্টি ছাড়া শাসক মহাজোটের কোনও নেতা যাদব পরিবারের পক্ষে মুখ খোলেননি।