গুজরাত পুলিশের বিশেষ তদন্তকারী দলের দাবি, সমাজকর্মী তিস্তা শেতলবাদ গুজরাতের বিজেপি সরকারকে চাপে ফেলতে ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের থেকে। ইতিমধ্যেই, গুজরাত পুলিশের বিশেষ তদন্তকারী দল তিস্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আমেদাবাদের দায়রা আদালতে।
হলফনামায় জানানো হয়েছে, গুজরাতে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় ২০০২ সালে গোধরা কাণ্ডের পর বিজেপি সরকারকে চাপে ফেলার জন্য তিস্তা বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার হয়েছিলেন, কংগ্রেস নেতা আহমেদের সঙ্গে। তিনি কংগ্রেস নেতার থেকে এর জন্য আর্থিকভাবে সাহায্য পেয়েছিলেন। প্রসঙ্গত, তিস্তা শেতলবাদ দীর্ঘদিন ধরেই গুজরাত দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশের দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, তাদের আইনি সহায়তাও দিয়েছেন তিস্তা। বর্তমানে তার গ্রেফতারিকে ঘিরে রাষ্ট্রপুঞ্জ উদ্বেগ প্রকাশ করেছে।
এরফলে, মোদী সরকার আন্তর্জাতিক মঞ্চে কিছুটা অস্বস্তিতে পড়েছে, এমনটাই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০০২ সালের গুজরাত দাঙ্গাপর্বের গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ড মামলায় সিট ক্লিনচিট দিয়েছে তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী সহ আরও বেশ কয়েকজনকে। তবে তাঁর বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। কয়েকদিন আগেই শীর্ষ আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে। পাশাপাশি শীর্ষ আদালত নির্দেশ দিয়ে জানায়, গুজরাত দাঙ্গা সংক্রান্ত বিষয়ে তিস্তা কোন রকমের মিথ্যা তথ্যপ্রমাণ পেশ করেছেন কিনা তা যেন খতিয়ে দেখা হয়।
2022-07-18