উন্নতমানের যুদ্ধবিমানের যন্ত্রাংশ তৈরি করার জন্য এবার এক বিদেশী কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হল ভারতীয় কোম্পানি টাটা। দুই কোম্পানির মধ্যে এই চুক্তি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এবার থেকেই ওই বিদেশী কোম্পানি অধীনে তৈরি উন্নতমানের যুদ্ধবিমানের যন্ত্রাংশগুলি এবার ভারতেই তৈরি হবে।টাটা যে বিদেশী কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, সেটি হল লকহিড মার্টিন। এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ফলে তৈরি হয়েছে টাটা লকহিড মার্টিন অ্যারোস্ট্রাকচারস লিমিটেড (টিএলএমএএল)। এই কোম্পানির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হায়দ্রাবাদ ফ্যাসিলিটিতে। টাটা গ্রুপ সূত্রে জানা গেছে, ওই অনুষ্ঠানটি ছিল মূলত প্রথম ফাইটার উইং প্রোটোটাইপ তৈরির বিষয়কে কেন্দ্র করেই।
এই অনুষ্ঠানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, টিএলএমএএল-এর অধীনে একটি ফাইটার উইং তৈরি করা হবে। ওই ফাইটার উইং উচ্চ ক্ষমতা সম্পন্ন ৯জি জ্বালানী বহন করতে পারবে এবং একই সঙ্গে এফ-১৬ ও এফ-২১ বিমানে খুব সহজেই ব্যবহার করা যাবে। উল্লেখ্য, এফ-২১ বিমান লকহিড মার্টিনের তরফে এর আগে ভারতকে দেওয়া হয়েছে।