করোনা-যুদ্ধে দরাজ রতন টাটা, ৫০০ কোটি টাকা সাহায্য টাটা ট্রাস্টের

করোনাকে হারাতে গোটা বিশ্বের সঙ্গে লড়াই করছে ভারতও৷ দেশের এই লড়াইয়ে সামিল হলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা৷ শনিবার তিনি জানালেন, করোনা মোকাবিলার জন্য টাটা ট্রাস্ট ৫০০ কোটি টাকা দেবে৷ এছাড়াও টাটা সন্স-এর পক্ষ থেকে আরও ১ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে৷ সব মিলিয়ে টাটাদের থেকে মোটি দেড় হাজার কোটি টাকা সাহায্য৷

ট্যুইট করে রতন টাটা জানিয়েছেন, COVID-19 মোকাবিলায় টাটা ট্রাস্ট ৫০০ কোটি টাকা দেবে৷ বর্তমান কঠিন সময়ে এই অর্থ ব্যবহার করা হবে করোনাকে হারাতে৷ বিশেষ করে, টেস্ট করা, চিকিত্‍সা খরচ, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের দেখভাল-সহ যাবতীয় খরচে এই অর্থ প্রয়োজনে লাগবে৷

শুধু টাটা ট্রাস্টই নয়, টাটা সন্স-এর পক্ষ থেকেও অতিরিক্ত ১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে৷ একটি বিবৃতিতে জানানো হয়েছে, জনস্বাস্থ্যে জরুরি অবস্থায় সরকারের সঙ্গে একযোগে লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ টাটা সন্স, টাটা ট্রাস্ট ও টাটা গ্রুপ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.