কাশ্মীরে ফের টার্গেট কিলিং, ২ হিন্দু পরিযায়ী শ্রমিককে খুন করল জঙ্গিরা

আবারও ‘টার্গেট কিলিং’-এর ঘটনা প্রকাশ্যে এলো জম্মু ও কাশ্মীরে। জঙ্গিদের নিশানায় আবারও শ্রমিকরা। দাবি করা হয়েছে, লস্কর জঙ্গিদের শিকার হয়েছেন উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীর পুলিশের তরফে কিছু তথ্যও পেশ করা হয়েছে।

ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে সোমবারে গভীর রাতে। এই ঘটনা সম্পর্কে কাশ্মীর পুলিশের বয়ান, জঙ্গিরা হঠাৎই ঘটনার দিনে উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিক তথা মনীশ কুমার ও রাম সাগরকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে। এই হামলার জেরে গুরুতর আহত হয়ে যান দুই শ্রমিকই। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও, শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি দুজনকে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই তদন্ত শুরু করে কাশ্মীর পুলিশ এবং চটজলদি এক লস্কর জঙ্গিকে পাকড়াও করে। পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীর নাম ইমরান বসির গনী। হামলা করার পরেই তল্লাশি শুরু করলে সোপিয়ান পুলিশ তাঁকে ধরে ফেলে। আবার, এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই আতঙ্কিত অনুভব করেন কাশ্মীরি পণ্ডিতরা। তাঁরা এই ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উপলক্ষ্য করে একটি টুইটও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.