টার্গেট বাংলা, ফেব্রুয়ারিতে রাজ্যে আসতে পারেন মোদী

একুশের মঞ্চ প্রস্তুত। লড়াই এবার সেয়ানে-সেয়ানে। এমনই বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। ইতিমধ্যেই রাজ্য ঘুরে গিয়েছেন অমিত শাহ। ফের ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে কলকাতায় আসতে পারেন শাহ। এবার পালা প্রধানমন্ত্রীর। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদী।

পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন। তৃণমূলকে সরিয়ে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে করোনাকালেও নির্বাচনী তৎপরতা তুঙ্গে বিজেপির বঙ্গ-ব্রিগেডের। কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই জেলায়-জেলায় ঘুরে গিয়েছেন।

দলের জেলা নেতাদের সঙ্গে দফায়-দফায় তাঁরা বৈঠকও সেরেছেন। সাংগঠনিক শক্তি-বৃদ্ধির লক্ষ্যে এগোতে এখনও কোথায়-কোথায় প্রতিবন্ধকতা রয়েছে তা তাঁরা জেনে নিয়েছেন জেলা নেতাদের কাছ থেকে। সেই মতো রিপোর্ট পৌঁছেছে দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের কাছে।

চলতি মাসেই রাজ্য সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জেলায় গিয়েও সভা করেছেন নাড্ডা। ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এমনকী জাতীয়স্তরেও বাংলায় নাড্ডার উপর হামলার প্রসঙ্গটি প্রচার করেছে বিজেপি। তৃণমূলকে প্যাঁচে ফেলতে এরপর কোমর বেঁধে মাঠে নামে বিজেপি। দিকে-দিকে চলে প্রতিবাদ কর্মসূচি।

নাড্ডা বাংলা ঘুরে যাওয়ার কিছুদিনের মধ্যেই রাজ্যে আসেন অমিত শাহ। দু’দিনের রাজ্য সফরে এসে নির্বাচনী প্রচার চালান শাহ। গত শনিবার মেদিনীপুরে শাহের সভায় শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। পরের দিন রবিবার বোলপুরে অমিত শাহের রোড শোয়ে ছিল উপচে পড়া ভিড়। জানা গিয়েছে, ফের জানুয়ারি মাসেই রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ।

বিবেকানন্দের জন্মদিনে কলকাতায় আসার সম্ভাবনা প্রবল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এমনকী হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে একটি সভাও করতে পারেন তিনি। এবার পিএমও সূত্রে জানা গিয়েছে, নতুন বছরে বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। তবে মোদীর সফর নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.