কোনো প্রকার রাখঢাক না রেখেই এবার খোলাখুলি তালিবান শাসনের পক্ষে সওয়াল করলো তামিলনাড়ুর জিহাদি সংগঠন তামিলনাড়ু তওহীদ জামাত।
আশরাফ গনি সরকারের শাসনের অবসান ঘটিয়ে তালিবানরা যে আফগানিস্তানে আবার ইসলামী শাসন ফিরিয়ে নিয়ে এসেছে এর জন্য তালিবানকে সাধুবাদ জানানো হয় জামাতের পক্ষ থেকে।
তওহীদ জামাতের আরো বক্তব্য, মুসলিম নারীদের উপর যে অত্যাচারের কথা মিডিয়াতে বলা হচ্ছে তা অসত্য কারণ কোনো অত্যাচার হচ্ছেনা মেয়েদের উপর। তাদের বক্তব্য, যে নিয়ম গুলি লাগু হয়েছে মেয়েদের জন্য আফগানিস্তানে তা হলো ইসলামী আইন আর যে কোনো নারীকেই এটা মেনে চলতেই হবে কারণ এই নিয়মাবলী কোরানে লিপিবদ্ধ এবং তা পাল্টানো সম্ভব নয়।
জামাত আরো জানায় যে ভারত সহ কোনো অমুসলিম দেশেরই অধিকার নেই ইসলাম নিয়ে বা ইসলামে মেয়েদের অধিকার নিয়ে কথা বলা, কারণ কোরানে বলাই আছে যে কোনো অমুসলিম দেশের আইন যে কোনো মুসলিম এর কাছে বেআইনি , আর তাই তালিবানদের সমালোচনা বন্ধ করুক কাফিররা।
Summary: Giving a damn to Indian government’s hard stand against Taliban’ a number of radical organisations in the country are openly hailing the Taliban governance in Afghansitan. After All India Muslim Personal Law Board, ultra radical Towheed Jamath, a Tamilnadu-based organisation, has voiced support for Taliban , saying whatever is happening in that Islamic country is justified and coherent with the tenets of Islam.
While congratulating the Talibans for ending the Christian-backed Ghani rule in Afghanistan , the Towheed Jamath mentioned that no human rights or women’s rights were violated in Afghanistan.
Towheed Jamath further said if women think that they are oppressed and suppressed in Taliban regime , they are wrong because Taliban is only following the tenets of Holy Quran.
The organisation leaders also asked non-Muslim nations not to criticise the Talibans because as per Quran , laws of any secular nation is illegal and illegitimate in every sense .