তালিবানি আগ্রাসন থেকে বাঁচার জন্য বহু মানুষ আফগানিস্তান ছেড়ে পালাচ্ছেন। যারা পেটের দায়ে গেছিলেন, তারাও দেশ ছেড়ে পালাচ্ছেন, যারা আফগানিস্তানের বাসিন্দা তারাও দেশ ছেড়ে পালাচ্ছেন। বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনছেন। এই মানুষরা দেশে ফিরে তালিবানি ত্রাসের কথা শোনাচ্ছেন এবং ক্ষোভ সমন্বিত কান্নায় বা দুঃখে ভেঙে পড়ছেন।
এরই উল্টো সুর শোনা গেল বাংলার ছেলের মুখে। কিছুদিন আগেই সরকারি তৎপরতায় আফগানিস্তান থেকে ফেরত এসেছেন তমাল ভট্টাচার্য। তিনি কলকাতার বাসিন্দা। এদিকে, কলকাতায় ফিরেই তাঁর মুখে শোনা গেল তালিবানি বন্দনা। তিনি আরো দাবি করেন যে, তালিবানি সদস্যরা ভালোভাবে তাঁর আপ্যায়ন করেছে, শুধু তাই নয় তাঁর সঙ্গে ক্রিকেটও খেলেছে তালিবানরা। তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই তোলপাড় নেটমাধ্যম ও সমগ্র দেশ।
সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই সমালোচনা ও নিন্দার ঝড়। এরপরেই, তমাল ভট্টাচার্যের বিরুদ্ধে দায়ের হল লিখিত অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী, বহু মানুষ ইমেল ও চিঠি জমা দেওয়ার মাধ্যমে তমাল ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত পিটিশন দায়ের করেছেন। এই অভিযোগ জমা পড়ছে স্বরাষ্ট্রমন্ত্রকের গ্রিভেন্স সেলে। উল্লেখ্য, এই অভিযোগকারীদের এই অভিযোগ বিফলে যায়নি, সরকারের তরফে গৃহীত হয়েছে। জানা গেছে, ইতিমধ্যে ১৬ জন পুলিশি হেফাজতে তালিবানদের প্রশংসা করার জন্য।
2021-08-26