ইতিমধ্যে আফগানিস্তানে সরকার গঠন হয়ে গেছে, যদিও তা বলপূর্বক। সরকারের গঠনের পরেই ঘোষিত হল মন্ত্রিসভার তালিকাও। এই তালিকায় রয়েছে ১০ জঙ্গির নাম। এই জঙ্গির নাম রাষ্ট্রপুঞ্জের তালিকায় রয়েছে। যিনি আফগানিস্তানের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী, তার মাথার দাম রয়েছে ১০ মিলিয়ন ডলার। নয়া সরকারে দেশের প্রধানমন্ত্রীর নাম ঘোষিত হয়েছে, নাম তার মৌলা আকুন্দ। উল্লেখ্য, তালিবান কর্তৃক ঘোষিত এই প্রধানমন্ত্রী কট্টরপন্থী গোঁড়া জঙ্গি নামে খ্যাত।দ্বিতীয় তালিবান সরকারের ডেপুটি প্রধানমন্ত্রী হয়েছেন আব্দুল ঘানি বরাদার। প্রথম তালিবানি শাসনে তিনি ডেপুটি প্রতিরক্ষামন্ত্রীর পদ সামলেছিলেন। তাঁর নেতৃত্বে ন্যাটো বাহিনীর ওপর হামলা হয়েছিল। এরপরে, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলবন্দি থাকেন তিনি এবং ২০১৮ সালে মুক্তি পান। এছাড়াও তিনি রাজনৈতিক দফতরের দায়িত্ব সামলেছেন দোহায়।ভারপ্রাপ্ত ডেপুটি প্রাইম মিনিস্টার মৌলবী আব্দুল সালাম হানাফি রাষ্ট্রপুঞ্জের তালিকায় জঙ্গি হিসাবে নাম রয়েছে। জওনঝুনঝ প্রদেশে তিনি তালিবানের দায়িত্বেও ছিলেন। মাদক পাচারের কাজেও নিযুক্ত ছিলেন। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষিত রয়েছে। উল্লেখ্য, তার নেতৃত্বেই হাক্কানি নেটওয়ার্ক চলে। ১৯৮০ সাল নাগাদ অ্যান্টি সোভিয়েত মিলিশিয়ার বিরুদ্ধে কাজ সক্রিয় ছিল এই হাক্কানি নেটওয়ার্ক।
2021-09-10