মার্কিন সেনা প্রত্যাহার করতেই আফগানিস্তানে দাপট বেড়েছে তালিবানিদের। চুপ করে বসে নেই সরকারও। ফলে গত দুই মাস ধরে আফগান সরকার ও তালিবানের মধ্যে সংঘাত চলছে। সেখানে বড়সড় সাফল্য পেয়েছে সরকার।
আফগান সরকারের দাবি, একদিনেই ২৬২ তালিবান জঙ্গিদের খতম করেছে আফগান সেনা৷ এবং আহত হয়েছে ১৭৬ জন তালিবান জঙ্গি। এছাড়া ২১টি আইডি নিষ্ক্রিয় করা হয়েছে।
এদিকে গোটা দেশেই কারফিউ জারি করেছে আফগান সরকার।রাজধানী কাবুল ও দু’টি প্রদেশ ছাড়া অন্য সব অঞ্চলে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত সব ধরণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, “সহিংসতা কমানো এবং তালেবানদের চলাচল সীমিত রাখার উদ্দেশ্যে ৩১টি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।”
গত ২০ বছর মার্কিন সেনা মোতায়নের ফলে অনেকটাই কোণঠাসা ছিল তালিবান জঙ্গিরা৷ মার্কিন সেনা প্রত্যাহার করতেই ফের আফগানিস্তানে দাপট দেখাচ্ছে তালিবানিরা।