দিল্লি (Delhi) হিংসায় এবার বরখাস্ত আপ কাউন্সিলর (Up councilor) তাহির হুসেনের (Tahir Hussein) ভাই শাহ আলমকে (Shah Alam) গ্রেফতার করল পুলিশ। আলম ছাড়াও আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাঁকে আশ্রয় দেওয়া এবং সাহায্য করার অভিযোগে। দিল্লি দাঙ্গার পর বারবার শিরোনামে উঠে এসেছে চাঁদবাগের নাম। এখান থেকেই পুলিশের ওপর পাথর বৃষ্টি করা হয়। এখানেই খুন হন হেড কনস্টেবল রতনলাল এবং আইবি অফিসার অঙ্কিত শর্মা (Ankith Sharma)। পুলিশের দাবি অঙ্কিতের মৃত্যুতে প্রত্যক্ষ হাত ছিল শাহ আলমের। শুধু তাই নয়, দাঙ্গাতেও মদত দেন তিনি।
দীর্ঘদিন ধরে এই উদ্দশ্যেই দুইভাই বাড়িতে জমা করছিলেন অস্ত্রশস্ত্র। অঙ্কিতের বাবা রবীন্দ্র শর্মা (Rabindra Sharma) আগেই অভিযোগ করেছিলেন আপ কাউন্সিলর (Up councilor) তাহির হুসেন (Tahir Hussein) তাঁর ছেলের মৃত্যুর জন্য দায়ী। সে অভিযোগের ভিত্তিতেই প্রথমে তাহিরকে গ্রেফতার করে পুলিশ। এরপর গ্রেফতার করা হল তাঁর ভাইকেও।