ফের ভয়াবহ গুলির লড়াই জম্মু-কাশ্মীরে। জানা গিয়েছে, নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয়েছে তিন হিজবুল মুজাহিদিনের জঙ্গি। সংঘর্ষ হয়েছে, জম্মু-কাশ্মীরের পহেলগামে। এই জায়গা অনন্তনাগ জেলায় রয়েছে। কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গিরা হামলার ছক কষেছিল অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের ওপর।
কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে রয়েছে আশরাফ মোলভি। আশরাফ ছিল হিজবুল দলের মধ্য থেকে সবথেকে বেশি প্রশিক্ষণপ্রাপ্ত ও বেশিদিন বেঁচে থাকা জঙ্গি। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সফল সংঘর্ষের পর পুলিশ ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার টুইট করে জানিয়েছেন, জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য মিলেছে।
সূত্র মারফত জানা গিয়েছে, মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় শীর্ষ দশে আশরাফের নাম ছিল। ২০১৩ সালে আশরাফ যোগ দেয় জঙ্গি বাহিনী হিজবুলে। সে ছিল কোকেনাগের বাসিন্দা। জঙ্গি বাহিনীতে যোগদান করে আশরাফ ধীরে ধীরে জঙ্গি সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। এরপর কাশ্মীর এলাকায় সেনাবাহিনীদের ওপর লাগাতার হামলা ও সাধারণ মানুষের ওপর আক্রমণ সহ আরও বেশ কিছু ঘটনায় তার হাত ছিল।
2022-05-09