মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর, আজ লোকসভায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এর আগে লোকসভা ভোট থাকার জন্য অন্তর্বর্তী অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল সরকার। তাই এবারের পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর থাকবে গোটা দেশবাসীর।
এবারের বাজেটে কয়েকটি বাড়তি বিষয়ে গুরুত্ব দিতে চাইছে সরকার। তার মধ্যে রয়েছে অসংগঠিত ক্ষেত্রে পেনশন প্রকল্পের অগ্রাধিকার, সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির মতো বিষয়। এছাড়া কৃষি ক্ষেত্রে বড় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে আজকের বাজেটে।
একইসঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্যাকেজ ঘোষণা এবং গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধির পূর্বাভাষ রয়েছে। আবার জল সংকট মোকাবিলা করতে জল সংরক্ষণের ব্যাপারেও গুরুত্ব দিতে চাইছে সরকার।
এবারের বাজেটে অর্থনীতিকে চাঙ্গা করতে বিশেষ পদক্ষেপ নিতে পারে সরকার। তার মধ্যে সরকার সবথেকে বেশি গুরুত্ব দিতে চাইছে রপ্তানি বৃদ্ধি করতে। এছাড়া নগদ লেনদেনে আরও রাশ টানা এবং আয় কর ছাড়ের উর্ধ্বসীমা ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করার ঘোষণা করতে পারে অর্থমন্ত্রী।