সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিংহ ও তাঁর স্বামী আনন্দ গ্রোভারের বাড়িতে হানা দেয় সিবিআই। সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে তাঁদের বিরুদ্ধে বিদেশি অনুদানের অর্থ নয়ছয়ের অভিযোগে তল্লাশি চালায় সিবিআই।
এদিন ইন্দিরার দিল্লির বাড়িতে এবং মুম্বইয়ের এনজিও অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। জানা গিয়েছে, ওই এনজিও দেখাশোনার দায়িত্বে ছিলেন ইন্দিরার স্বামী আনন্দ গ্রোভার। সেখান থেকেই বিদেশি অনুদানের অর্থ বেআইনি ভাবে লেনদেনের অভিযোগ উঠে। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, ২০০৯-২০১৪ সালে ইন্দিরা জয়সিংহ যখন কেন্দ্রের সলিসিটর জেনারেল ছিলেন, ঠিক তখনই বিপুল পরিমাণ অর্থ নয়ছয় করা হয়। এমনকি ইন্দিরা এক বার বিদেশ যেতে চাইলে, স্বরাষ্ট্রমন্ত্রক খরচ না দেওয়াতে এই এনজিও থেকেই তাঁর বিদেশ যাত্রার টাকা নেওয়া হয়।