নাগরিকত্ব আইন নিয়ে আজ বুধবার সুপ্রিম কোর্টে ১৪৪টি আবেদন এর শুনানি রয়েছে। আবেদনারীদের মধ্যে রয়েছে কংগ্রেস, ডিএমকে , সিপিএম, সিপিআই , ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ কমল হাসানের মক্কাল নিধি মাইয়াম সহ আরও বেশ কিছু দল।
আবেদনে বলা হয়েছে যে নতুন এই আইনটি ভারতীয় সংবিধানের পরিপন্থী। ভারতের মত ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া অনুচিত।কোনও কোনও আবেদনে এই আইন কোনও মতেই যাতে বলবৎ না হয় সেই বিষয়টি দেখার অনুরোধ করা হয়েছে বিচারপতিদের।
প্রসঙ্গত মঙ্গলবারই অমিত শাহ এক জনসভায় বিরোধীদের উদ্দেশ্যে বলেন, যে যতই বিরুদ্ধতা হোক কোনওমতেই কেন্দ্রীয় সরকার এই আইন বাতিল করবে না।