আইএনএক্স মিডিয়া তদন্তে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে তারা আর হেফাজতে রাখতে চায় না বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল সিবিআই।
এ দিন সর্বোচ্চ আদালতে শুনানির সময় সিবিআইয়ের তরফে আইনজীবীরা বলেন, পি চিদম্বরমকে তদন্ত এজেন্সি ইতিমধ্যে জেরা করেছে। এ বার তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিক আদালত। তাঁকে তিহাড়ে জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হোক।
তবে সিবিআইয়ের আর্জি এ দিন মেনে নেননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাঁরা জানান, ৫ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই তথা পুলিশ হেফাজতেই থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁকে এখন তিহাড় জেলে পাঠানো হবে না।
সুপ্রিম কোর্টের বিচারপতিরা আরও জানিয়েছেন, ৫ সেপ্টেম্বর চিদম্বরমের মামলা নিয়ে ফের শুনানি হবে। চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করেছিল নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
সুপ্রিম কোর্ট এ দিন জানিয়েছে, চিদম্বরমের ওই আবেদন নিয়ে বৃহস্পতিবার শুনানি হবে।
প্রসঙ্গত, গতকালই পি চদম্বরমের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন যে তাঁকে যেন জেল হেফাজতে তথা তিহাড় জেলে পাঠানো না হয়। চাইলে তাঁকে গৃহবন্দি করার নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতিরা।
গত ২১ অগস্ট চিদম্বরমকে তাঁর নয়াদিল্লির বাসভবন থেকে গ্রেফতার করেছিল সিবিআই। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের অর্থ টানা দু’সপ্তাহ তাঁকে থাকতেই হবে সিবিআই হেফাজতে।