মধ্যস্থতাকারীদের প্যানেল নিযুক্ত করে অযোধ্যার মামলার নিষ্পত্তির পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত আগেই। এবার সেই পথেই এগিয়ে তিন সদস্যের প্যানেল তৈরি করে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইব্রাহিম খালিলুল্লাহ নেতৃত্বে ওই প্যানেলকে ৮ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন শ্রী শ্রী রবিশংকর এবং আইনজীবী শ্রীরাম পঞ্চু। মামলার অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট ৪ সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে এবার অযোধ্যা মামলা চলে গেল মধ্যস্থতাকারীদের হাতে। এবার মধ্যস্থতাকারীরাই এই বিবাদ মেটানোর দায়িত্বে থাকছেন। যদিও গোটা প্রক্রিয়াটি চলবে আদালতের নজরদারিতে। সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে গত ২৬ ফেব্রুয়ারি অযোধ্যা মামলার শুনানি শুরু হয়। প্রথম থেকেই আদালত মধ্যস্থতার মাধ্যমে অযোধ্যা বিবাদ মেটানোর পক্ষে সাওয়াল করে আসছিল। এই নিয়ে সব পক্ষের মতামত চাওয়া হয়েছিল আদালতের তরফে। যদিও এনিয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এই বিবাদ মধ্যস্থতাকারীদের হাতেই তুলে দিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছে অযোধ্যা বিবাদে স্থায়ী সমাধানের জন্যই মধ্যস্থতাকরার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এবার দেখার দীর্ঘদিনের এই বিতর্কিত মামলা মধ্যস্থতার মাধ্যমে আদৌ সমাধানের পথ খুঁজে পায় কিনা ।