সুন্নি ওয়াকাফ বোর্ড জানিয়েছে সুপ্রিম কোর্টের অযোধ্যা রায়ের বিরুদ্ধে কোনও রকম পুনর্বিবেচনা করার আবেদন তারা জানাবে না। এর আগে সুপ্রিম কোর্ট পাঁচ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়ার কথা জানিয়েছিল।
কিন্তু তাঁর পরেই অনেক সদস্য জানিয়েছিলেন তাঁরা এই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা করার আবেদন করবেন।
সুন্নি ওয়াকাফ বোর্ডের এক প্রবীণ সদস্য আব্দুল রজ্জাক খান জানিয়েছেন, অধিকাংশ সদস্যের মত অনুযায়ী, এই মামলার রায়ের পুনর্বিবেচনা করার প্রয়োজন নেই।
৯ নভেম্বর আদালতে পাঁচ সদস্যের বেঞ্চ রায় দিয়েছিল অযোধ্যার বিতর্কিত জমি যাবে হিন্দু পক্ষের হাতে এএছাড়াও অতিরিক্ত ৫ একর জমি পাবে মুসলিম পক্ষ বা সুন্নি ওয়াকাফ বোর্ড। কিন্তু আদালতের এই রায় পুনর্বিবেচনা করার হুশিয়ারি দিয়েছিল সুন্নি বোর্ড। কিন্তু মঙ্গলবার জানিয়েছেন তাঁদের অধিকাংশ সদস্য রায় পুনর্বিবেচনা না করার পক্ষে মন্তব্য করেছেন।
এর আগে এই মামলা নিয়ে বহু জল গড়িয়েছিল। বিগত কয়েকদশক ধরে চলা মামলা অবশেষে পরিসমাপ্তি পেয়েছিল বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের রায়ে।