তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। এদিন সকাল ১০টা নাগাদ রাজধানীর ঐতিহাসিক রামলীলা ময়দানে শপথ নেবেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল অনিল বৈজাল। ধন্যবাদ দিল্লি লেখা ব্যানার টাঙানো হয়েছে রামলীলাজুড়ে। অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। সদ্য সমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনে ৬২টি আসনে জয়লাভ করেছে আপ। বিজেপি পেয়েছে ৮টি আসন। কেজরিওয়াল ছাড়াও এদিন শপথ নেবেন একাধিক নতুন মন্ত্রী।
শনিবার দিল্লি ট্রাফিক পুলিশের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছিল যে শপথগ্রহণে আসা বাসগুলিকে মাতা সুন্দরী রোড, পাওয়ার হাউজ রোড, ভেলড্রম রোডে পার্ক করতে হবে। বৈদ্যুতিক সংবাদমাধ্যমগুলির ওভি ভ্যান রামলীলা ময়দানের উল্টো দিকে জেএলএন মার্গ রোডের ধারে পার্ক করতে হবে।
2020-02-16