হঠাৎই আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেলো কিষানগঞ্জের দুটি মন্দির। আগুনে মন্দির দুটির প্রতিমাও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১২ই মার্চ ঘটনাটি ঘটে কিষানগঞ্জ জেলার কোচাধামান ব্লকের বাগালবারি পঞ্চায়েতের অন্তর্গত মাসান চক এলাকায়।
জানা গিয়েছে, ওইদিন ভোর তিনটা নাগাদ এলাকার একটি দুর্গা মন্দির এবং একটি হনুমান মন্দিরে আগুন দেখতে পান স্থানীয়রা। দমকলকে খবর দেওয়া হলেও গাড়ি আসার পূর্বেই মন্দিরের অধিকাংশ পুড়ে যায়। মন্দিরের ভিতরে থাকা মূর্তিও আগুনের গ্রাসে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে।
এদিকে মন্দিরে আগুন লাগার খবর পেয়ে ভিড় করেন। হিন্দুরা। তাঁরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে মন্দিরে আগুন লাগিয়েছে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান তাঁরা।
যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে যে মন্দিরে আগুন লাগার ঘটনা দুষ্কৃতীদের কাজ নয়। এটি একটি দুর্ঘটনা। ঘটনার বিষয়ে একটি বিবৃতিও জারি করেছে কিষানগঞ্জ পুলিশ।
আর এদিকে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ।