বিরোধী দলনেতা হিসেবে এমনিতেই নির্দিষ্ট সুরক্ষা পান শুভেন্দু অধিকারী। তবে এবার সেই নিরাপত্তা আরও বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, আগামী মাস থেকে জেড প্লাস ক্যাটেগরির সুরক্ষা পাবেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি প্রচারে বেরিয়ে লাগাতার বিক্ষোভের মুখে পড়ছেন বিরোধী দলনেতা। নানা জায়গায় তাঁকে কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে। এই কারণেই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
সাম্প্রতিককালে দেখা গিয়েছে, যে কোনও কর্মসূচিতে যাওয়ার পথে প্রায়শয়ই জনতার বাধার মুখে পড়ছেন শুভেন্দু অধিকারী। সে নিজের এলাকাই হোক কিংবা কলকাতায় – বারবার তাঁর উপর হামলার অভিযোগ ওঠে। এই গত মাসেই পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে শহিদদের শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে যাওয়ার পথে হাজরা মোড়ে তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়। বাবা শিশির অধিকারীর নাম ধরে ওঠে স্লোগান। অনুষ্ঠান অসমাপ্ত রেখেই তাঁকে ফিরে যেতে হয়। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গাতেও মাঝেমধ্যেই এভাবে জনতার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে নন্দীগ্রামের বিধায়ককে।
সূত্রের খবর, শুধু শুভেন্দু অধিকারীর বাধা পাওয়ার বিষয়ই নয়। গত কয়েকদিনে রাজ্যে একাধিক হিংসার অভিযোগও ভাবাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রককে। একাধিক জনপ্রতিনিধির উপর হামলা হয়েছে। কারও কারও ক্ষেত্রে সেই হামলা প্রাণঘাতীও হয়েছে। এই পরিস্থিতিতে বিরোধীদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত তা নিয়ে সংশয় রয়েছে বিজেপির অন্দরে। বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে ‘হেভিওয়েট’ মুখ। তাঁর নিরাপত্তা নিয়ে কেন্দ্র প্রথম থেকেই আলাদা গুরুত্ব দিয়েছে। এবার আরও পোক্ত হচ্ছে তার নিরাপত্তা ব্যবস্থা।