পূর্ব লাদাখে চিনা আগ্রাসন রুখতে সচেষ্ট ভারত।নিজের সমর ক্রমাগত সম্প্রসারিত এবং আধুনিকীকরণ করতে চলেছে ভারত। শনিবার সেখানে যুক্ত হল এক নতুন পালক।এদিন ওডিশা উপকূলে সফলভাবে পরীক্ষা করা হল শৌর্য ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ।পরমাণু বোমা বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ৮০০ কিলোমিটারের মধ্যে কোন বস্তুর ওপর আঘাত আনতে পারবে।এই ধরনের ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুর ওপর হাইপারসনিক গতিতে আঘাত হানতে সক্ষম।এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার এবং প্রয়োগের পদ্ধতি অত্যন্ত সহজ এবং সরল। ওজনেও হাল্কা। উল্লেখ করা যেতে পারে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। চিনের বিরুদ্ধে যে কোনও প্রতিরোধ গড়ে তুলতে ভারত সচেষ্ট।ইতিমধ্যেই পূর্ব লাদাখের সীমান্তবর্তী এলাকায় আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত।
2020-10-03