ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-র মুকুটে নতুন পালক। অগ্নি সিরিজের নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সাফল্য পেল ভারত। সোমবার সকাল ১০.৫৫ মিনিট নাগাদ ওডিশা উপকূল থেকে অগ্নি সিরিজের নতুন ক্ষেপণাস্ত্র অগ্নি-প্রাইম মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এই নতুন পারমাণবিক ক্ষেপনাস্ত্রটি সম্পূর্ণরূপে যৌগিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে।
ডিআরডিও জানিয়েছে, অগ্নি-প্রাইম মিসাইল অগ্নি সিরিজের নতুন প্রজন্মের উন্নত রূপ। লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অগ্নি-প্রাইম। পাল্লা ১০০০-২০০০ কিলোমিটার। অর্থাৎ ২০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অগ্নি-প্রাইম। অগ্নি সিরিজের অন্যান্য মিসাইলের তুলনায় অগ্নি-প্রাইম ছোট ও হালকা। অগ্নি-প্রাইম মিসাইল প্রচুর নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।
2021-06-28