ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় গুলির লড়াইয়ের পর দু’জন লস্কর জঙ্গিকে গ্রেফতার করেছে সুরক্ষা বাহিনী। কুলগাম জেলার টোঙডৌনু এলাকার ঘটনা। ধৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু’টি পিস্তল এবং গোলাবারুদ। এই দুই জঙ্গি গ্রেফতার হওয়ার পর চলতি বছরে এখনও পর্যন্ত ১২ জন জঙ্গি এনকাউন্টারের মাঝেই আত্মসমর্পণ করেছে।
জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ভোররাতে কুলগাম জেলার টোঙডৌনু এলাকায় সুরক্ষা বাহিনী এবং লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের দুই স্থানীয় সন্ত্রাসীর মধ্যে গুলির লড়াই চলে। এনকাউন্টার চলাকালীন পরিবারের অনুরোধে আত্মসমর্পণ করে ওই দুই জঙ্গি। পরে ওই দুই জঙ্গিকে গ্রেফতার করে সুরক্ষা বাহিনী। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, ‘চলতি বছরে এখনও পর্যন্ত ১২ জন জঙ্গি এনকাউন্টারের মাঝেই আত্মসমর্পণ করেছে।’
2020-12-22