কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস-নিকেশ অভিযানে ফের সফলতা পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার চিনিগাম এলাকার ঘটনা। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানা যায়নি। গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এম ৪ রাইফেল এবং একটি পিস্তল।
কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, দক্ষিণ কাশ্মীরের চিনিগাম এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত থেকেই চিনিগাম গ্রামে অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। রাতের অন্ধকারে লুকিয়ে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। সুরক্ষা বাহিনীও যোগ্য জবাব ফিরিয়ে দেয়। শনিবার সকালে জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কুলগাম-এনকাউন্টারে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এম ৪ রাইফেল এবং একটি পিস্তল।