নতুন বছরের শুরুতেই ফের সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)| সফলভাবে উৎক্ষেপণ হল ভারতের টেলিকমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩০| ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোররাত ২.৩৫ মিনিট নাগাদ দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী উৎক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গিনি থেকে আরিয়ানা-৫ লঞ্চ ভেইকেলের (ভিএ-২৫১) সাহায্যে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় জিস্যাট-৩০ উপগ্রহকে| এই মিশনের সময়কাল ১৫ বছর| প্রসঙ্গত, ফ্রেঞ্চ গিনি থেকে এর আগে ২০টি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল ইসরো|
জিস্যাট-৩০ আসলে জিস্যাট সিরিজের সবচেয়ে উন্নতমানের কমিউনিকেশন স্যাটেলাইট| ৩৩৫৭ কিলোগ্রাম ওজনের জিস্যাট-৩০ উপগ্রহটি যোগাযোগ ব্যবস্থায় বিরাট পরিবর্তন আনবে| জিস্যাট-৩০ উপগ্রহের সফল উৎক্ষেপণের ফলে ভবিষ্যতে ভারতে টেলি যোগাযোগ, টেলিভিশন সম্প্রচার এবং ডিটিএইচ পরিষেবা আরও উন্নত হবে বলে দাবি ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের|
2020-01-17