ফের ছাত্রবিক্ষোভে উত্তাল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। আর বাইরে চলছে ছাত্রবিক্ষোভ। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী। ইতিমধ্যেই ছাত্র-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
ফি বৃদ্ধির বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই আন্দোলন চলছে জেএনইউতে। ছাত্র জমায়েত হঠাতে ক্যাম্পাসে পুলিশও ঢুকেছে। তবু দাবি থেকে সরেনি ছাত্রছাত্রীরা। ছাত্র সংসদের প্রতিনিধিদের বক্তব্য, প্রান্তিক অংশের ছাত্রছাত্রীরা যাতে পড়তে না পারে, সে কারণেই ৪০ শতাংশ ফি বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোটা পরিস্থিতি যা, তাতে সমাবর্তন কতটা শান্তিতে হবে তা নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছে।
শুধু জেএনইউ নয়। আজকের জমায়েতে দিল্লির অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয় থেকেও পড়ুয়ারা যোগ দিয়েছে জমায়েতে।
গত কয়েকবছরে বারবার ছাত্রআন্দোলনের কারণে শিরোনামে এসেছে জেএনইউ। কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যের মতো ছাত্রনেতাদের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলাও রুজু হয়েছিল। কিন্তু আন্দোলন থেমে থাকেনি।
সূত্রের খবর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতারাও ক্যাম্পাসে গিয়েছেন। ফলে পরিস্থিতি আরও ঘোরাল হতে পারে বলে আশঙ্কা অনেকের।