পরীক্ষার সময়ে সাধারণত সমস্ত স্কুলই একটু কড়াকড়ি দেখায়। তবে, এই কড়াকড়ি যখন অন্তর্বাস পর্যন্ত পৌঁছে যায়, তখনই স্কুলের বিধিনিয়মের উপর প্রশ্ন তুলতে শুরু করে সমাজ। এমনই এক ঘটনা ঘটেছে নিট পরীক্ষাকে কেন্দ্র করে কেরালার একটি প্রতিষ্ঠানে। যদিও ওই প্রতিষ্ঠান পুরো বিষয়টাই ঝেড়ে ফেলে দিয়েছে। তাঁরা এই ফে চাপিয়েছেন আয়োজন সংস্থার ওপরে।
ঘটনাটি ঘটেছে কেরালার তিরুবনন্তপুরম থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত আয়ূরে। প্রতিষ্ঠানের আচরণকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন পরীক্ষার্থীদের অভিভাবকরা। শুধুমাত্র একজন পরীক্ষার্থীর সঙ্গেই এমিনটা হয়নি, একাধিকজনের সঙ্গে হয়েছে বলে অভিযোগ। অভিভাবকদের দাবি, এই ‘তীব্র’ অপমানের কারণে তাঁরা পুরো পারীক্ষর সময়টায় তীব্র অস্বস্তিতে কেটেছে। যার ফলে, পরীক্ষায় তাঁরা নিজেদের একশ শতাংশ দিতে পারেনি বলে দাবি।
এই প্রসঙ্গে এক অভিভাবকের দাবি, “দুপুর ১২টা নাগাদ পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছিলাম। কিছু ক্ষণ পরে পরীক্ষায় দায়িত্বে থাকা আধিকারিকরা আমাদের কাছে একটি শাল চেয়ে নেন। তখন বুঝিনি। কিন্তু ও (পরীক্ষার্থী) বেরিয়ে আসার পর টের পেলাম কী ভয়ঙ্কর চাপ গিয়েছে”। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়ে গেছে। এই অভিযোগ অনুযায়ী, পুলিশ তদন্তও শুরু করে দিয়েছে।
2022-07-20