রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অৰ্ণব গোস্বামীকে গ্রেফতারের তীব্র নিন্দা করে ভারতীয় গণতন্ত্রের জন্য আজ এক কালো দিন বলে আখ্যা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী তথা অরুণাচল প্রদেশের সাংসদ কিরেন রিজিজু এবং নেডা-র আহ্বায়ক তথা রাজ্যের বহু দফতরের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও অর্ণব গোস্বামীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার সকালে অৰ্ণব গোস্বামীকে গ্ৰেফতার করার পর মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শৰ্মা মুম্বাই পুলিশের হঠকারী কাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি মহারাষ্ট্ৰের উদ্ধব ঠাকরে সরকারের তীব্র সমালোচনা করেছেন।
মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল আজ তাঁর টুইট হ্যান্ডলে ভারতীয় গণতন্ত্ৰের জন্য আজকের দিন একটি কালো দিন বলে অভিহিত করেছেন। বরিষ্ঠ সাংবাদিক অৰ্ণব গোস্বামীকে শীঘ্র মুক্ত করার দাবি জানিয়ে মহারাষ্ট্ৰ সরকারকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর আক্ৰমণ বন্ধ করতে বলেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী তথা অরুণাচল প্রদেশের সাংসদ কিরেন রিজিজু রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে গ্রেফতারের পর টুইটে লিখেছেন, ‘আপনি কাউকে পছন্দ না করতে পারেন, তা বলে কীভাবে মিথ্যা অভিযোগে গ্রেফতার করতে পারেন?’ বলেছেন, ‘মনে রাখবেন, ভারতীয়রা এ-জাতীয় কৌতূকপূর্ণ আচরণের বিরুদ্ধে আবার লড়াই করবে।’ অর্ণব গোস্বামীকে ট্যাগ করে লিখেছেন, ‘জবরদস্তি একজন সাংবাদিককে গ্রেফতারের নিন্দা জানাই।’
এদিকে নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক তথা অসমের প্রবাবশালী মন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মাও টুইট করে মুম্বাই পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যপ্ৰণোদিতভাবে অৰ্ণব গোস্বামীর কণ্ঠরোধ করতে গ্ৰেফতার করেছে বলে অভিযোগ তুলে এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। আজকের ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে মহারাষ্ট্ৰে এখন জরুরিকালীন অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন হিমন্তবিশ্ব শর্মা।