ভারতে যুদ্ধে পরাজিত রাজাদের হত্যা না করে তাঁদের নিজের রাজত্বর একটা অংশ বানিয়ে নিতেন l পরাজিত রাজার প্রজা তো দূরের কথা, সৈনিকদেরও হত্যা করা হয় নি l এমনকি আধুনিক যুগে ৮০০ বছর ম্লেচ্ছদের শাসনের পরেও লালবাহাদুর শাস্ত্রীজি, ইন্দিরাজি এবং অটলজিও এই রীতি মেনে চলেন l ব্যাতিক্রম অশোক l আর সেইজন্যই অশোক ছিলেন নেহেরুজির প্ৰিয় চরিত্র l অশোক চক্র এবং অশোক স্তম্ভ দিয়ে একাকার করে দাওয়া হয়েছে দেশ l হার্ভার্ড এর এক তথ্য অনুযায়ী পৃথিবীর মোট গনহত্যার ১% এরও কম হয়েছে আমাদের দেশে l

খ্রীষ্টান এবং মুসলিম রাজারা পরাজিত রাজা, তাঁদের সৈন্যদের হত্যা করে তাঁদের স্ত্রী, কন্যাদের ভোগ করা এবং সেই রাজ্যের প্রজাদের দাস বানিয়ে রাখতেন l প্রাচীন গ্রিক উপান্যাস থেকে হিটলার, ব্রিটিশ, আমেরিকা সবাই সমান l

কিন্তু এঁদের থেকে নিকৃষ্ট আর কাউকে ভাবতে পারেন?

মার্ক্সবাদী শাসক l এঁরা এত নিকৃষ্ট যে এঁরা নিজের প্রজাদেরও হত্যা, ধর্ষণ করতে ছাড়ে না l একটা দুটো না l কোটিতে হত্যা l লেনিন, স্তালিন, মাও, ফিদল কাস্ট্রো থেকে কিম সবাই সমান l আর এই ধরনের জল্লাদদের স্ট্যাচু সারা রাজ্যে ছড়িয়ে শিশুদের কোন সংকেত দেয়া হচ্ছে?

দিলীপদা ঠিক বলেছেন l আগামী দিনে এই ধরনের পাষন্ড নরাধমদের স্ট্যাচু সরিয়ে ফেলতে হবে রাজ্য থেকে l ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কলকাতা জাদুঘরের দ্বিতীয় কেন্দ্র হিসেবে নামকরণ করা হবে l

আর যে সব কৃতদাস রাজনৈতিক নেতা বলেন, আমাদের দেশে রেল আনার জন্য ব্রিটিশদের কাছে কৃতজ্ঞ থাকা উচিৎ, তাঁদের বলি ওঁরা না থাকলেও রেল আসতো l মহাকাশ বা পরমাণু গবেষণা ব্রিটিশ যাওয়ার পরে আমরা শুরু করি l আজ ওদের অনেক পিছনে ফেলে এসেছি আমরা l

আবার বলি, অক্ষরে অক্ষরে দিলীপদার ইচ্ছা পালন করা হবে l আমরা যা বলি করে দেখাই l ৩৭০, তিন তালাক, রাম মন্দির তার প্রমান l স্বামীজির মূর্তি সরিয়ে কলকাতায় হো চি মিনের মূর্তি বসেছে l ওটা সরিয়ে দিয়েই শুরু হবে l নেতাজী এবং ভিক্টোরিয়ার মূর্তি এক সঙ্গে থাকত পারে না l

সুদীপ্ত গুহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.