সাধারণ মানুষ আবারও বঞ্চিত হবে পৌষমেলা থেকে। কারণ, করোনা দৈত্য দ্বারা প্রভাবিত হয়ে বিগত বছরেও ওই মেলা বন্ধ ছিল। এই বছরও করোনার স্ট্রেন ওমিক্রনের কারণে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল তথা একুশের পৌষমেলাও মেলা বন্ধের কথা ঘোষণা করা হল। এই ঘোষণাটি করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। যার জেরে বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে।বিশ্বভারতীর উপাচার্য একুশের পৌষমেলা বন্ধের জন্য দায়ী করছেন রাজ্য সরকারকে। তিনি জানান যে, পৌষমেলাকে কেন্দ্র করে তিনি আগে একটি চিঠি লিখেছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিবকে। কিন্তু, স্বাস্থ্য সচিবের তরফে কোনো প্রকারের উত্তর না আসায় তিনি অবশেষে পৌষমেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।উল্লেখ্য, পৌষমেলার স্বাদ পাওয়া যাবে না ঠিকই। তবে, পৌষ উৎসব আয়োজিত হয়েছে বিশ্বভারতীর তরফে। এই পৌষ উৎসবের সূচনা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে ছাতিমতলায় উপাসনার মাধ্যমে। এই উৎসবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “আমরা পৌষ মেলা করার জন্য অক্টোবর মাস থেকেই উদ্যোগ নিয়েছিলাম। সেই মতই অনুমতি নেওয়ার জন্য আমরা প্রথমে কেন্দ্র কে চিঠি পাঠাই। কিন্তু কেন্দ্র জানায় রাজ্যকে চিঠি দিয়ে এ সম্পর্কে জেনে নিতে। এর পরেই রাজ্য স্বাস্থ্য সচিবকে আমরা চিঠি পাঠাই। এমনকী এর পরে তিনবার রিমাইন্ডার দেওয়া হয়। কিন্তু কোনও উত্তর মেলেনি। এর পরেই প্রায় শেষে আমরা সিদ্ধান্ত নিই পৌষ মেলা করা সম্ভব নয়”।
2021-12-24