দক্ষিণবঙ্গ ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে। অনেক জায়গাতেই পানীয় জল ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এবারে মালদহের সংশোধনাগারে অভিযোগ উঠল যে, জলের তেষ্টায় সংশোধনাগারের বন্দিরা বাথরুমের জল খাচ্ছেন। শুধু তাই নয় আরও অভিযোগ উঠেছে যে, জেলের খাবার থেকে শুরু করে ঘুমানোর জায়গা সবকিছুই অতি নিম্নমানের।
এই ঘটনার কথা মানবাধিকার কর্মীদের কাছে যেতে তারাও সরব হয়েছেন। অনেকে আবার এই ঘটনাকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেছেন। মালদহের এক পরিবারের অভিযোগ, তাদের ছেলে মালদহ সংশোধনাগারের রয়েছে গত ২৩ এপ্রিল থেকে। তাদের ছেলে সংশোধনাগারে প্রয়োজনমতো পানীয় জল পাচ্ছে না। ঘুমোতে হচ্ছে পিঁপড়ে ভর্তি মেঝের মধ্যে। প্রত্যেকেই বাথরুমের জল খাচ্ছে। অন্যদিকে, খাবার অতি নিম্নমানের।
ওই পরিবার গোটা বিষয়টি অভিযোগ আকারে জানিয়েছেন পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে। পরিবারের দাবি, ‘বন্দি বলে কি মানবাধিকার নেই? বন্দি হলেও তারা তো আদতে মানুষই। তাদেরকে শেষ পর্যন্ত বাথরুমে জল খেতে হবে? আমরা গোটা বিষয়টি লিখিত অভিযোগ করে জানিয়েছি পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে।’
2022-04-29