জানা গেল, আজ অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। বর্তমানে সংসদে অধিবেশন চলছে। সেই কারণে স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদেই থাকবেন। সেই জন্য এই বৈঠক করা হবে সংসদ ভবনে, অমিত শাহের কক্ষে।
মনে করা হচ্ছে, এসএসসি কেলেঙ্কারিকে ঘিরে যে রাজনৈতিক হওয়া উঠেছে সেই ইস্যুকে সামনে রেখে রাজ্য বিজেপি জাতীয় ইস্যু তৈরি করতে চাইছে। এখন গোটা বিষয়টি কীভাবে করা যেতে পারে, সেই বিষয়ে যাবতীয় আলোচনা হবে বিরোধী দলনেতার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহের পাশাপাশি শুভেন্দু অধিকারী দেখা করতে পারেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করার জন্য বিরোধী দলনেতা সোমবার রাতেই দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।
এদিকে, এই বৈঠককে কেন্দ্র করে কোন বক্তব্য রাখতে চাননি বিরোধী দলনেতা। দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে বৈঠকের কথা উঠতেই বিরোধী দলনেতা সাফ জানিয়ে দেন, ‘আমি কিছু বলতে পারব না এ ব্যাপারে। আমি কিছু জানি না।’
2022-08-03