কামিংসের বলে চেতেশ্বর পুজারা আউট হতেই ফিরেছিল অ্যাডিলেডের স্মৃতি। ফের ভরাডুবি হবে না তো, আশঙ্কা করেছিলেন অনেকেই। কিন্তু সেই আশঙ্কা সত্যি হতে দিলেন না অধিনায়ক অজিঙ্ক্যা রাহানে ও তরুণ শুবমান গিল। তাঁদের ব্যাটেই অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারাল ভারত। মেলবোর্ন জিতে সিরিজ সমতা ফেরালেন রাহানেরা।
আগের দিন ৬ উইকেট পড়ে যাওয়ার পরে এদিন ব্যাটিং শুরু করেছিলেন গ্রিন ও কামিংস। বেশ সুন্দর একটা পার্টনারশিপ গড়লেন তাঁরা। বিশেষ করে বলতে হয় গ্রিনের কথা। সদ্য জাতীয় দলে সুযোগ পেয়ে যথেষ্ট পরিণত দেখাল তাঁকে। ২২ রানের মাথায় কমিংস আউট হলেও তারপর স্টার্কের সঙ্গে জুটি বাঁধলেন গ্রিন।
ব্যক্তিগত ৪৫ রানের মাথায় যখন গ্রিন আউট হলেন তখন অস্ট্রেলিয়ার লিড কিছুটা বেড়েছে। অবশ্য তারপর আর বেশিক্ষণ টিকে থাকেনি অজি ব্যাটিং। ২০০ রানে শেষ হয়ে যায় তারা। এদিনের চারটি উইকেটের মধ্যে দুটি সিরাজ ও একটি করে উইকেট নিলেন অশ্বিন, বুমরাহ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ময়ঙ্কের উইকেট হারায় ভারত। স্টার্কের বলে তিনি ফিরে যাওয়ার পরেই কমিংসের বলে আউট হন পুজারা। কিন্তু প্রথম ইনিংসের মতোই ছন্দে ছিলেন গিল। বেশ দ্রুত রান তুলতে থাকেন তিনি। তাঁকে সাথ দেন রাহানে। ১৫.৫ ওভারেই ৭০ রান তুলে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। গিল ৩৫ ও রাহানে ২৭ করে অপরাজিত থাকেন।
এদিনের জয়ের ফলে চার ম্যাচের টেস্ট এখন ১-১ ফলে রয়েছে। এরপরেই টেস্ট সিডনিতে। সেই টেস্টে ভারতীয় দলে ঢুকতে পারেন রোহিত শর্মা। অন্যদিকে অস্টেলিয়া দলে ডেভিড ওয়ার্নারের ঢোকার কথা। এখন দেখার দ্বিতীয় টেস্টের এই ধারাবাহিকতা সিডনিতেও রাহানেরা ধরে রাখতে পারেন কিনা।