ধরা পড়ল কলকাতা ও দিল্লিতে শোরগোল ফেলে দেওয়া এটিএম জালিয়াতির মূল চক্রী। এদিন দিল্লির গ্রেটার কৈলাস থেকে এক রোমানিয়ানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃতের নাম সিলভিউ ফ্লোরিন স্পিরিদোন। পুলিশ সূত্রে খবর, স্পিরিদোন-ই গোটা জালিয়াতির অন্যতম মাস্টারমাইন্ড।
জানা গিয়েছে যে সিলভিউ ফ্লোরিন স্পিরিদোন তার সঙ্গীদের সঙ্গে দিল্লির গ্রেটার কৈলাসে ভাড়া থাকছিল বেশ কিছুদিন। সেখান থেকেই আজ সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রীতিমতো নাটকীয়ভাবে ফাঁদে ফেলে তাকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তবে সঙ্গীরা পলাতক। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ থেকেই সিলভিউকে চিহ্নিত করা হয়েছে। তদন্তে পুলিশের নজরে আসে যে এরা প্রধানত সকালের দিকেই এটিএম-এ ঢুকছে। সাধারণত সেইসব এটিএম-ই এই রোমানিয়ান গ্যাংটি বেছে নিত, যেখানে সকালের দিকে লোকজনের যাতায়াত বেশি।
সেভাবেই ফাঁদ পাতা হয় আজ। সকালে গ্রেটার কৈলাসের একটি এটিএম-এর কাছে ভোর ৫টা থেকে অপেক্ষা করে কলকাতা পুলিশের একটি টিম। ধুরন্ধর সিলভিউ পুলিশের উপস্থিতি আঁচ করে এটিএম কাউন্টার থেকে বেরিয়ে অটোয় উঠে চম্পট দেয়। এরপর সিলভিউয়ের পিছু নেয় পুলিশ। এরপর গ্রেটার কৈলাস এলাকার একটি বাড়িতে ঢুকে লুকিয়ে পড়ে সিলভিউ। শেষ পর্যন্ত অবশ্য পুলিশকে ফাঁকি দিতে পারেনি রোমানিয়ান জালিয়াত।
প্রসঙ্গত, কিছুদিন ধরেই কলকাতার পাশাপাশি দিল্লিতেও এটিএম প্রতারণা হয়েছে। শেষ ২৬ দিনে দিল্লিতে ২৩০টি এটিএম প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের বক্তব্য, এই রোমানিয়ান সিলভিউ ফ্লোরিন স্পিরিদোন গোটা ঘটনার মাস্টারমাইন্ড।