আরএসএসের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে নাগপুরে
সঙ্ঘশিক্ষার সবথেকে শেষ ধাপ হল তৃতীয় বর্ষের শিক্ষাক্রম। যার জন্য আজীবন মুখিয়ে থাকে সারা পৃথিবীর স্বয়ংসেবকরা। এবার সেই তৃতীয় বর্ষের শিক্ষাক্রম শুরু হতে চলেছে নাগপুরে।
সারা দেশ থেকে নির্বাচিত RSS স্বয়ংসেবকরা তৃতীয় বর্ষের ২৫ দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন। এই শিবির ৮ই মে মহারাষ্ট্রের হেডগেওয়ার স্মৃতি মন্দিরে শুরু হবে। সংগঠনের একজন কার্যকর্তা এই কথা জানিয়েছেন।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বিভিন্ন রাজ্যের স্বেচ্ছাসেবকদের ‘সঙ্ঘ শিক্ষা ভার্-তৃতীয় বর্ষ’-এ অংশ নেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে বলে তিনি জানান।
এছাড়াও বার্ষিক প্রশিক্ষণ কার্যক্রম ২ জুন শেষ হবে বলেও জানান সেই কার্যকর্তা
প্রসঙ্গত উল্লেখ্য যে হেডগেওয়ার স্মৃতি মন্দির হল রেশমবাগ এলাকায় অবস্থিত একটি স্মারক যা কে বি হেডগেওয়ার এবং এম এস গোলওয়ালকরকে উৎসর্গ করা হয়েছে। যারা আরএসএসের প্রথম দুইজন সরসঙ্ঘচালক ছিলেন।