ফের অশান্ত উপত্যকা। জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় শনিবার জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক মহিলা স্পেশ্যাল পুলিশ অফিসার। এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
পুলিশ সূত্রে খবর, জম্মু ও কাশ্মীর পুলিশের ওই মহিলা অফিসারের নাম খুশবু জান। তাঁর বাড়ির সামনেই জঙ্গিরা গুলি করে তাঁকে। শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে ভেহিল গ্রামে দুপুর ২টো ৪০মিনিট নাগাদ ঘটেছে এই ঘটনা। গুলিবিদ্ধ হওয়ার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
জম্মু-কাশ্মীর পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, ”জঙ্গিদের গুলিতে তিনি গুরুতর আহত হয়েছিলেন। সেই অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই রকম ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা না করে পারছি না, এই মর্মান্তিক সময়ে আমরা তার পরিবারের পাশেই আছি।” এই কাজের জন্য জঙ্গিদের নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সেই সঙ্গে ফের কাশ্মীরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
এই ঘটনার পরেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা সোপিয়ান। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ভারতীয় সেনা বাহিনী সূত্রে খবর, প্রতিদিনই নিরাপত্তারক্ষীদের হাতে জঙ্গিরা নিহত হচ্ছে। সেনার সঙ্গে পেরে উঠবে না বুঝেই এ বার বেছে বেছে পুলিশদের উপর হামলা চালাচ্ছে তারা। কিন্তু এই জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে আরও বেশি তল্লাশি অভিযান শুরু করেছেন নিরাপত্তারক্ষীরা।
তিনদিন আগেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার পিংলিনাতে বাড়ির কাছেই রাস্তার উপর প্রাক্তন স্পেশ্যাল পুলিশ অফিসার আশিক আহমেদ নায়েকের উপর হামলা চালায় তিন জঙ্গি। আশিককে গুলি করে সেখান থেকে পালায় তারা। সঙ্গে সঙ্গে আশিককে হাসপাতালে নিয়ে যান স্থানীয় মানুষ। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।