এবার দলীয় কর্মীদের জন্য বিশেষ কার্ড ইস্যু করবে তৃণমূল। সেই কার্ড সরকারি অফিসে দেখালেই মিলবে বিশেষ সুবিধা। এমনই ঘোষণা করেছেন উত্তর ২৪ পরগণায় তৃণমূলের জেলা সভাপতি গোপাল শেঠ। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
গোবরডাঙায় দলের একটি কর্মী সভায় যোগ দিয়েছিলেন গোপাল শেঠ। সেখানে তিনি বলেন, ‘অঞ্চল সভাপতি এবং সভাপতি সহ দলের সদস্যদের প্রত্যেকে একটি করে কার্ড দেওয়া হবে। আর সেই কার্ড নিয়ে যে কোনো সরকারি অফিস গিয়ে যদি তারা সেই কার্ড দেখান, তবে বাড়তি গুরুত্ব পাবেন এবং কাজেরও সমাধান হবে’।
কীভাবে দলের কার্ড দেখিয়ে সুযোগ-সুবিধার কথা শাসক দলের নেতা বলতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই প্রসঙ্গে গোপাল শেঠের সাফাই, ‘যদি কেউ বেলুড় মঠে কোনও সামাজিক কাজ করতে যায় এবং সেই কাজের নাম করে কোন অপকর্ম করে, তবে সেই কার্ডটি দেখে তাকে অনায়াসেই ধরা যাবে। আবার ভালো কাজ করলে জানাও যাবে। এ কারণেই আমি এই মন্তব্য করেছি’।
তবে মুখে যাই বলুন না কেন, দলীয় কার্ড নিয়ে এহেন মন্তব্যে বিতর্ক শুরু হতে বেশি সময় নেয় নি। প্রসঙ্গত, এর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে দাঙ্গাবাজদের প্রতিনিধি বলে বিতর্কে জড়িয়েছিলেন গোপাল। শুভেন্দু অধিকারীকেও দাঙ্গাবাজদের নেতা বলে মন্তব্য করেছিলেন তিনি। তবে এবার এমন এক বিতর্কে জড়ালেন, যার রেশ গড়িয়েছে গোটা বাংলায়।