কথার কথা ব্যাঙ্গের মাথা

কথার কথা ব্যাঙ্গের মাথা।
সুভাস মিত্র ৮ /৯/২০২০

আজ্ঞে না, সব কথা ,কথার কথা হয় না। আমাদের আজ হল আমাদের গতকালের কর্মফল । আমাদের আগামি কাল হবে আজগের কর্ম ফল। কিছুকথা আছে যা ভূলে গেলে সাড়ে সর্বনাশ হয়ে যাবে।

বলুন তো সেই মহাহান বাঙালি হিন্দু নেতা কে , যিনি ৫৪% মুসলমানদের যন্য ৮০% সংরক্ষণ সুপারিস করেছিলেন ব্রিটেন সরকারের কাছে ?
এবং কেন?

ওরা অনগ্রসর তাই বংগ ভঙ্গের সমর্থন করছে। হা হা হা হা । ঐ সময়ে তার পৈত্রিক বাস ভূমি ও ঢাকায় প্রায় ৫৬% হিন্দু এবং তার মধ্যে ৫০% এর আধিক ইংরেজদের প্রিয় ভাজন ও উচ্ছ শিখিত ধনী।
কি করলেন? কি হলো?
বঙ্গ র সংঘে যখন দেশও ভাগ হলো , এক বার ও আজ আওবদি কেউ বলতে সাহস করলো না যে “কোরান সরীফের” যন্য হিন্দুদের এই দুর্দশা হলো।

আমি শুনিনি। আপনি শুনেছেন?

দার উল ইসলাম – জিন্নাহ’র কথাও নয় – মুসলিম লিগের কথা ও নয়।
তবে হ্যা, ঐ উদারবাদি নেতার পৈত্রিক ভিটেয় তার নামে একটা পান বিড়ির দোকান ও নাই। এমন কি সেন বংশের রাজধানীর নাম ও আজ নেই। বিক্রম্পুরের নাম এখন মুন্সিগঞ্জ ।

পীরিত মারাও , ক্ষতি নেই । নিজের কাছা খুলবে কেনো?
আজ রোহিঙ্গা আমার ভাই, আনুপ্রবেশ কারি মুশল্মান রা আমার আপন জন । এগুলো আমার কাছে ……… বাঁশ কেনো তুমি ঝাড়ে?

Written on 20 Sep 2020- then there was an election. what change is noticed to Bongs of1940s and today? হুজুকে মাতা জাত

শুভাশিস মিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.