সাংবাদিক সম্মেলনে রাজ্যপালকে বলতে ‘বাধা’ স্পিকারের, বেনজির ঘটনা বিধানসভায়, পাল্টা ধনখড়ের

আবারও শিরোনামে রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম, বিষয় দ্বন্দ্বই। তবে, এই দ্বন্দ্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নাম জড়ায়নি, নাম জড়িয়েছে রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। এই দুই জন মূলত আম্বেদকরের জন্মজয়ন্তীতে বিধানসভায় শ্রদ্ধা জানানোর জন্য একত্রিত হওয়ার পরেই হয় বিতর্কের সূত্রপাত।

বি আর আম্বেদকরের মূর্তিয়ে মাল্যদানের কাজ হয়ে গেলেই দুজনের সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই রাজ্যপাল জগদীপ ধনখড় কিছু বলতে গেলেই হয় বিতর্ক শুরু। তিনি সাংবাদিকদের তরফে করা কিছু প্রশ্নের উত্তর দিতে যাবেন, ঠিক সেই সময়েই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘বাধা’ দেন। এই আচরণ প্রসঙ্গে স্পিকারের বক্তব্য, “আমি মাননীয় রাজ্যপালকে অনুরোধ করছি বিষয়টিকে সাংবাদিক বৈঠক করে দেবেন না।” সাংবাদিকদের উদ্দেশেও তাঁকে বলতে দেখা যায়, “দেখুন ভাই এটা প্রেস কনফারেন্স নয় যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে”।

যদিও সাম্প্রতিক কিছু বিষয় প্রসঙ্গে সাংবাদিকদের সামনে নিজের মতামত জাহির করেন। তাঁর কথায় উঠে আসে হাইকোর্টে তৃণমূলপন্থী আচরণের কথা। তিনি বলেন, “এইভাবে বিচারে বাধা দেওয়া যায় না। বিচার প্রার্থীদেরও বাধা দেওয়া যায় না। বিচারপতিরা ভয় পেলে গণতন্ত্রের কণ্ঠরোধ হয়। হাইকোর্টে যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। বিচারপ্রার্থীরা বিচার পাবেন না এটা হতে পারে না। সকলের বিচার পাওয়ার অধিকার রয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.